২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করি। প্রাথমিকভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ছিল জাবেদ গ্রোসারী ষ্টোর। তখন আমরা শুধু মোদির মালামাল খুচরা বিক্রি করতাম। পরবর্তীতে কাস্টমারের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে খুচরা বিক্রয়ের পাশাপাশি পাইকারি মালামাল বিক্রি শুরু করি। সেই সাথে মোদি মালামালের পাশাপাশি কসমেটিক্সের আইটেম ও বিক্রি করা শুরু করি। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে জাবেদ গ্রোসারী ষ্টোর থেকে জাবেদ ডিপার্টমেন্টাল ষ্টোর রাখা হয়। ব্যবসার সূচনা লগ্ন থেকে আমরা আমাদের কাস্টমারের চাহিদার প্রতি সম্মান রেখে পণ্যের গুণগত মানের ক্ষেত্রে কখনো আপোষ করিনি। আলহামদুলিল্লাহ! ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত জাবেদ ডিপার্টমেন্টাল ষ্টোর সততার সাথে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের সফলতার জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।